1. wahxadmin@natunkoreemodelschool.com : DDARHS College : DDARHS College
সভাপতি মহোদয়ের বাণী - দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল এন্ড কলেজ

সভাপতি মহোদয়ের বাণী

আস সালামু আলাইকুম। আমরা পরিশ্রমে বিশ্বাস করি। আমরা মনেকরি যেকোন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে যদি শিক্ষক ও অভিভাবক সচেতন হয়। দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল এন্ড কলেজ বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

তাই, আসুন আমরা যার যার অবস্থান থেকে সাহায্য করে যেমন, কেউ ছাত্র-ছাত্রী দিয়ে, কেউ মেধা দিয়ে, কেউবা পরামর্শ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হউন। আমিন!

© All rights reserved ©  ddarhscollege.edu.bd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: bdithost.Com