আসসালামু আলাইকুম।
বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন মানসম্মত করার জন্য অপরিহার্য হচ্ছে অঙ্গীকার ও সার্বিক গুণগত ব্যবস্থাপনা এবং সৃজনশীল ও উদ্ভাবনীমূলক শিক্ষা কার্যক্রম। দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের স্বার্থে যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ।
দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল এন্ড কলেজ, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কীর্তিনাশা নদীর বিস্তৃন্ন তীরবর্তী এলাকায় ১৯৯৭ খ্রি: প্রতিষ্ঠা লাভ করে এবং অত্র এলাকায় শিক্ষা বিস্তারের গুর্রুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সুশোভিত বৃক্ষরাজি সবুজ শ্যামল ছায়ায় প্রকৃতির অপরুপ সৌন্দর্যে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। পর্যাপ্ত অবকাঠামো এবং প্রয়োজনীয় শিক্ষক ও জনবল নিয়ে শিক্ষার্থীদের গুনগত মানোনয়নেই আমাদের মূল লক্ষ্য, সুশিক্ষা অর্জন না করে সুনাগরিক হতে পারেনা। তাই টেকসই উন্নয়ের মূল লক্ষ্য হলো অর্ন্তভুক্তিমলূক মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করা জীবনব্যাপি শিক্ষায় প্রসার ঘটানো এবং
শিক্ষার্থীদের অনুধাবন ক্ষমতা বৃদ্ধি পেলে ভবিষ্যতে দেশ টেকসই উন্নয়ের দিকে ধাবিত হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ের সহযোগিতাকারীদেরকে ধন্যবাদ।